
প্রধান শিক্ষকের বাণী
গুনগত শিক্ষা ও শিক্ষার অনুকুল পরিবেশ
শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ, এগিয়ে যাবে দেশ ।
বেড়কুড়ি উচ্চ বিদ্যালয় রাজনগর উপজেলার হাওড় ও নদী পাড়ের একটি ঐতিয্যবাহী বিদ্যাপীঠ । ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যা ও কাগজাদি সার্টিফিকেটির মধ্যে সীমাবদ্ধ রাখে না । পড়ালেখার পাশাপাশি কো- কারিকলাম এক্টিভিটিজ এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানোর চেষ্টা করে চলছে। তাইতো এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন । এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা নিয়মিত পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষার রাখছে । এই বিদ্যাপীঠে ভরসা রেখে যে সব অভিভাবক ছাত্র-ছাত্রী ভর্তি করেন তাদের আস্তার প্রতিদান দিতে কার্পন্য করেন না কর্মরত শিক্ষকরা । এখানে বলে রাখা ভালো অভিভাবকরা যদি একটু খেয়াল করেন আপনার/আপনাদের পোষ্যরা ঠিকমত বিদ্যালয়ে আসছে কিনা খবর রাখেন তাহলে শিক্ষকদের পরিশ্রম ফলপ্রসু হতে সাহায্য করবে । কর্মরত শিক্ষকদের পাশাপাশি অভিভাবক যদি একটু খেয়াল করেন আপনার ছেলে মেয়ে নিয়মিত বাড়ির কাজ করে কি ? বাড়িতে পড়ার টেবিলে বসছে কি? তা হলে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিতে সহায়তা করবে । তেমনি শিক্ষার্থীর ভাল ফলাফলে সহায়ক হবে। বিদ্যলয়ে কর্মরত সব শিক্ষক মেধা,মনন, দক্ষতা ও আন্তরিকতার সাথে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন । সরকার নির্দেশিত বিভিন্ন কর্মসূচি পালন করা হয় নিয়মিত । NCTB প্রণিত পাঠ্যসূচির আওতায় পাঠদান করা হয় এই বিদ্যালয়ে । আলোকিত মানুষ গড়ার ব্রত নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষক ও খন্ডকালীন শিক্ষকবৃন্দ। ৩য় /৪র্থ শ্রেণির কর্মচারীও বিদ্যালয়ের কার্যক্রমে সহযোগিতা করছেন। তাদের নিরলস প্রচেষ্টায় বিদ্যালয় গৃহ সুন্দর ও বিদ্যালয়ের কার্যক্রম সাবলিল ভাবে চালানো যাচ্ছে । এভাবেই শিক্ষক-অভিভাবক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে নতুন বিদ্যাপীঠ সেই আশা আমার।