প্রতিষ্ঠানের ইতিহাস

 

                       প্রতিষ্ঠানের কথা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ সীমায় কুশিয়ারা নদীর পাড়ের গ্রাম বেড়কুড়ি। পাশাপাশি আরো গ্রাম হামিদপুর , বিলবাড়ি, যাত্রাপুর ,তুলাপুর, পূর্ব বেড়কুড়ি, পশিম বেড়কুড়ি, শাহাপুর, জাহিদপুর, শাহাবাজপুর, ফতেপুর, মুনিয়ারপার ইত্যাদি গ্রাম অবস্থিত। প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও নদী ও হাওর পাড়ের এই গ্রামগুলোর ১০ কিলোমিটারের মধ্যে কোন উচ্চ বিদ্যালয় ছিল না । প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে যেতে হতো নদীর উত্তর পাড়ের বালাগঞ্জ উপজেলার কোনো বিদ্যালয়ে। কিন্তু বর্ষায় নদী পার হওয়া বেশ ঝুকি ছিল। এছাড়া দূরত্বের কারনে মেয়েদের লেখাপড়া চালিয়ে অসম্ভব ছিল। শিক্ষা প্রসারের তাগিদে এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গের উদ্দ্যেগে ২০১০ সালে বেড়কুড়ি গ্রামে প্রতিষ্ঠা করা হয় বেড়কুড়ি উচ্চ বিদ্যালয় । ২৭০ শতক জমির উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের আছে ২৬০ ফুট দৈর্ঘ্যের টিন শেড গৃহ। এছাড়া খেলা ধুলার জন্য আছে বিশাল মাঠ। আছে নিজস্ব মসজিদ। বিদ্যালয়টি বর্তমানে এমপিও ভুক্ত । ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির  শিক্ষার্থীর সংখ্যা  প্রতিবছর বাড়ছে। এই প্রতিষ্ঠানে এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে।